
প্রতীকী ছবি
সিলেট কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটের পর এবার নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দা ষ্টেডিয়াম মাঠে মাটি লুটের ঘটনা ঘটেছে। অজ্ঞাত মাটি খেকু একটি চক্র গভীর রাতে ঐতিহ্যবাহী সোনাকান্দা ষ্টেডিয়াম মাঠে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
সেনাকান্দা মাঠ থেকে রহিম নামে এক খেলোয়ার জানান,বন্দর ২০ নং ওয়ার্ডে সোনাকান্দা ষ্টেডিয়াম মাঠটি ঐতিহ্যবাহী একটি মাঠ। এই মাঠে খেলেছেন দেশের বরেন্য খেলোয়াররা। কাউছার হামিদ,মুনেম মুন্না,সাব্বির সবাই এই মাঠে খেলেছেন। আমাদের সোনাকান্দা এলাকায় কোন বিনোদনের জায়গা নাই। যুবক ও কিশোরদের এই মাঠটি একমাত্র খেলার মাঠ। এই ষ্টেডিয়াম মাঠ ধ্বংস করার জন্য একটি চক্র গভীর রাতে মাঠের একদিক থেকে মাটি কেটে চুরি করে নিয়ে যাচ্ছে। সিলেটে সাদা পাথর লুট হচ্ছে আর বন্দরে লুট হচ্ছে ষ্টেডিয়ামের মাটি। কোন চোরের দেশে বাস করছি আমরা। নিজের দেশের পরিচয় দিতেও লজ্জা হয় আজ। দ্রুত মাঠটি রক্ষায় মাটিচোরদের গ্রেফতার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
রবিবার সরেজমিন পরিদর্শনকালে কথা হয় সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন জাহাঙ্গীরের সাথে। তিনি জানান, সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্কুলে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। রাতে স্কুলে কেউ থাকেন না। তবে স্কুলের বাইরে আগে নাইট গার্ড ছিল এখন নাই। মাটি চুরির ঘটনা ঘটে তবে তিনি জানেন না।
সরেজমিনে দেখা যায়,বন্দর ২০ নং ওয়ার্ড সোনাকান্দা ষ্টেডিয়াম মাঠটি ঐতিহ্যবাহী একটি মাঠ। এই মাঠে দেশের বরেন্য খেলোয়ারদের বিচরন ছিল। এই মঠ থেকেই অনেক নামী দামী খেলোয়ার তৈরী হয়েছে। এই মাঠ ধ্বংসের জন্য একটি মাটিখেকু চক্র রাতের আধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে। মাঠ কর্তৃপক্ষ এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
ষ্টেডিয়ামের মাঠের মাটি চুরি প্রসঙ্গে উপজেলা ভূমি কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসন সব সময় হার্ডলাইনে। মাঠ কর্তৃপক্ষের অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নিবে উপজেলা প্রশাসন।