
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি পৃথক অভিযানে চারজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার ও হয়।
রোববার (১৭ আগষ্ট) বিকেলে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জের মোরশেদ মিয়ার ছেলে আমির (৪১), বন্দর থানার মৃত মোহাম্মদ হাসানের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫২), সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার মনির হোসেনের ছেলে মোঃ হোসেন (২৫), সিদ্ধিরগঞ্জ থানার বিহারি ক্যাম্প এলাকার আঃ করিম মোঃ নাসির (৩৬)।
এর আগে রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, তিনটি পৃথক অভিযানে মাদকসহ চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।