শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হত্যা চেষ্টার অভিযোগে শামীম ওসমানসহ ৫৯ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:০০, ২৪ সেপ্টেম্বর ২০২৫

হত্যা চেষ্টার অভিযোগে শামীম ওসমানসহ ৫৯ জনের নামে মামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি এবং দেশীয় অস্ত্রের আঘাতে মোঃ জিদান হোসেন (২২) কে হত্যা চেষ্টার ঘটনায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫৯ জনের নামে ও অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামী করে ঘটনার চৌদ্দ মাস পর আদালতের নির্দেশে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় মামলা দায়েরের এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম। গত বছর ১৯ জুলাই দুপুরে আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় গুলি এবং দেশীয় অস্ত্রের আঘাতে আহত মোঃ জিদান হোসেন (২২) নিজেই বাদী হয়ে নারায়ণগঞ্জে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে গত ১১ সেপ্টেম্বর মামলার আবেদন করে। পরে বাদীর আবেদন আমলে নিয়ে আদালত সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা রেকর্ডের আদেশ দেন। এরই প্রেক্ষিতে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে ওসি জানান।
মামলার সূত্রে জানা যায়, মামলাটিতে প্রধান আসামী করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে। এছাড়াও মামলায় আরো আসামী করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হেসেন, আওয়ামী কর্মী মো. বিল্লাল হোসেন, তাওলাদ হোসেন, রিফাত, আমির হোসেন ও মো. জুলহাসসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নামে। এ মামলায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫৯ জনের নামে ও অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামী করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম মঙ্গলবার সন্ধ্যা ৭টায়  জানান, বাদী জিদান হোসেন হোসেনকে হত্যা চেষ্টার অভিযোগে আদালতের নির্দেশে এ মামলাটি রুজু করা হয়েছে। মামলাটিতে শামীম ওসমানসহ এজাহারনামীয় আসামী রয়েছে ৫৯ জন। পাশাপাশি অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।