শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁ-বন্দরে ব্রহ্মপুত্র নদে দূষণ-দখল বিরোধী মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁ-বন্দরে ব্রহ্মপুত্র নদে দূষণ-দখল বিরোধী মানববন্ধন

ফাইল ছবি

‌‘আমার নদী, আমার মা— দূষণ হতে দেব না’ স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁ-বন্দর সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদে দূষণ ও দখল বিরোধী মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন— নদী বাঁচাও, দেশ বাঁচাও, দখলদার মুক্ত হোক নদী, প্রাণ ফিরে পাক ব্রহ্মপুত্র।

সংগঠনের নেতারা বলেন, নদী শুধু জলধারা নয়; এটি দেশের প্রাণ, সংস্কৃতি ও অর্থনীতির মূলভিত্তি। অথচ প্রতিদিন দখল ও দূষণে নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। নদী বাঁচানো এখন সময়ের দাবি প্রতিবাদ সভায় বক্তারা আরও বলেন, “নদীকে দখলকারীদের হাত থেকে মুক্ত করতে হবে।

কলকারখানার বর্জ্যে নদী হত্যা বন্ধ করতে হবে। নদী রক্ষা মানেই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন। উপস্থিত ছিলেন ঈমানের কান্দী ব্লাড ডোনার সংগঠনের সদস্যসহ স্থানীয় জনগণ।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে ব্যাপক সাড়া ফেলবে এবং নদী রক্ষার আন্দোলনে নতুন গতি আনবে।