শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াডে ১০ হাজার শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াডে ১০ হাজার শিক্ষার্থী

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াড ২০২৫’ একযোগে অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া পরীক্ষায় প্রতিটি প্রতিষ্ঠান থেকে ১০০ জন করে মোট ১০ হাজার শিক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে অংশগ্রহণ করে।

এই অলিম্পিয়াডে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়। প্রাথমিক পরীক্ষার পর প্রতিটি প্রতিষ্ঠান থেকে ৫ জন করে মোট ৫০০ জন শিক্ষার্থী বাছাই করা হয়। এরপর প্রতিটি প্রতিষ্ঠানের প্রথম স্থান অধিকারী ১০০ জন শিক্ষার্থী আগামী মাসের প্রথমার্ধে উপজেলা পর্যায়ে ফাইনাল রাউন্ডে অংশ নেবেন। ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও কমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি) দেবজানি কর, সদর উপজেলা প্রকৌশলী ও আয়োজক উপ-কমিটির সভাপতি ইয়াসির আরাফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র কুমার মণ্ডল, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অলিম্পিয়াড শেষে উপজেলা নির্বাহী অফিসার ফতুল্লা এলাকার পূজা বিসর্জন ঘাট ও দুটি মন্দির পরিদর্শন করে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে।