
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে ১২ বছরের এক অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকার মারকাযুল মসজিদের পাশের পুকুরে এ মরদেহ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, তারাব পৌরসভার বিশ্বরোড এলাকার মারকাযুল নামের একটি মসজিদের পাশের পুকুরে অজ্ঞাত একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
কিশোরের পরিচয় এখনো পাওয়া যায়নি। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করা হচ্ছে কিশোরের পরিচয় শনাক্ত করার। মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।