
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক হাজার দুইশো পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামাল মিয়ার স্ত্রী জেসমিন (৩৪)।
জানা যায়, পুলিশ মেঘনা টোল প্লাজার কাছে সন্দেহভাজন বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় বাসটি থেকে একজন নারী যাত্রী দ্রুত নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে সঙ্গে থাকা নারী পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) নাইমুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।