
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত আসামি তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টায় ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ মিলন ফকিরের নেতৃত্বে একটি আভিযানিক টিম জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আপেল (৫০) জামতলা ধোপাপট্টি এলাকার মৃত মেজবাহ উদ্দিন খন্দকার ও জোসনা বেগমের পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা, অস্ত্র মামলা, চাঁদাবাজি, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় করা হত্যা মামলা রয়েছে।
আপেলকে গ্রেপ্তারের পর এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, আপেল ছিলেন প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।