শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

‘শিক্ষকতা পেশায় মেধাবীদের এগিয়ে আসতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

‘শিক্ষকতা পেশায় মেধাবীদের এগিয়ে আসতে হবে’

ফাইল ছবি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সেরা শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়গুলোকে সম্মাননা জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মিলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

তিনি বলেন, গুণগত মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকতা পেশায় মেধাবীদের এগিয়ে আসতে হবে। শিক্ষক যদি মেধাবী হয় তাহলে আমাদের আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ইউরোপ ও এশিয়ার উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশকেও বিশ্বের কাছে রোল মডেল হিসেবে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করার এ ধরনের আয়োজন শিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।

এর আগে, প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং আধুনিক সভাকক্ষ ‘অর্কিড’-এর উদ্বোধন করেন।