
বৃক্ষবিতরণ কর্মসূচি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষবিতরণ কর্মসূচি করেছে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ টুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ দেলেয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল আলম,সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র বর্মন, সোনারগাঁ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার এবং সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম।
কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন। বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মশিউর রহমান রনি বলেন, “রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন হিসেবে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রবাসে থেকেও মো. আতাউর রহমান আমাদের জন্য যে কাজগুলো করছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান মুঠোফোনে জানান, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর ভাষায়, “আজকের একটি চারা, আগামীর সবুজ সারা।”
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকেরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, গাছ লাগানো শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।