বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ভেজালবিরোধী অভিযান, অসহযোগিতায় এক ব্যক্তির জেল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৩, ১৩ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ভেজালবিরোধী অভিযান, অসহযোগিতায় এক ব্যক্তির জেল 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভেজালবিরোধী অভিযানে অসহযোগিতার অভিযোগে মান্নান নামের ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার মোনাব্বের হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত  নিরাপদ খাদ্য আইনে এ দণ্ড দেন।

বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান চালায়।

সিনিয়র সহকারী কমিশনার মো: মোনাববর হোসেন জানান, অনুমোদন ছাড়াই নিমাইকাশারীর মল্লিক ফুড এন্ড বেভারেজ  ম্যাংগো ড্রিংক, অরেঞ্জ ড্রিংক, লিচি ড্রিংক, আইসললি, পানি, লাচ্ছি,  চকলেট সহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে।অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত রঙ,  ফ্লেভার, হাইড্রোজ ও প্রায় ৪৬০ কার্টুন বিভিন্ন পণ্য জব্দ ও বিনষ্ট করা হয়। পরে কারাখানাটি সিলগালা করা হয়।অভিযানে কারখানার মালিক ও ম্যানেজারকে না পাওয়ায় নিয়মিত মামলা করার নির্দেশ দেয়া হয়। 

তিনি আরও জানান, অভিযানে অসহযোগিতার কারণে আঃ মান্নানকে (৪১) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মান্নান চট্টগ্রামের হালিশহরের আব্দুল হকের ছেলে।

অভিযানে নারায়ণগঞ্জ  জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।