বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে এসিল্যান্ডকে বিদায়ী সংবর্ধনা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৫, ১৩ নভেম্বর ২০২৫

রূপগঞ্জে এসিল্যান্ডকে বিদায়ী সংবর্ধনা 

বিদায়ী সংবর্ধনা

জনসাধারণের কাছে থেকে জমি সংক্রান্ত বিভিন্ন বিরোধ সহজে নিষ্পত্তি, ভেজাল বিরোধী অভিযানসহ সমগ্র উপজেলা বিভিন্ন কর্মকান্ডে প্রশংসিত হওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলমকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুরে মঠের খাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকরা তাকে এই সংবর্ধনা দেন। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাইটিভি ও যায়যায়দিনের মকবুল হোসেন, বাংলাভিশন ও ইনকিলাবের হাজী খলিল সিকদার, বিটিভির এস এম শাহাদাত, জিটিভির আসিকুর রহমান হান্নান,বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, এশিয়ান টিভি শহিদুল্লাহ গাজী, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, নিউজ টোয়েন্টিফোর এর আলম হোসেন, এনটিভির শাকিল আহমেদ, দেশ রূপান্তরের আতাউর রহমান সানি, এটিএন নিউজের মোহাম্মদ পারভেজসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ।