বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৫, ১৩ নভেম্বর ২০২৫

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

ফাইল ছবি

বন্দরে যাত্রীবাহী হামিদ পরিবহনে ডাকাতি প্রস্তুতি কালে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।  ধৃতরা হলো বন্দর থানার  মুরাদপুর এলাকার কাইয়ুম মিয়ার ছেলে আবুল বাসার ওরফে বাদশা (৩০) ও একই থানার কেওঢালা এলাকার জহির মিয়ার ছেলে মাসুদ (২৯)।  এ ব্যাপারে রোকেয়া এসপি হামিদ পরিবহনের ম্যানেজার লিখন ওরফে হাসান বাদী হয়ে ১০ ডাকাতসহ আরো অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতদের বন্দর থানার দায়েরকৃত ১৮(১১)২৫ নং মামলায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর অনুমান ৫ টায় বন্দর থানার মদনপুরস্থ কেওঢালা মেঘাসিটি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপরে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ধৃতদের কাছ থেকে লুন্ঠিত কয়েকটি বাটন মোবাইল সেট ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের বার্টযুক্ত লোহার তৈরী হাতুরি, একটি কাঠের বাটযুক্ত চাইনিজ কুড়াল উদ্ধার করে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, মামলার বাদী রোকেয়া এসপি হামিদ পরিবহনের  নারায়ণগঞ্জ জেলার ম্যানেজার হিসেবে কর্মরত আছে। উক্ত বাস চাপাইনবাবগঞ্জ টু চট্টগ্রাম রুটে চলাচল করে। প্রতিদিনের ন্যায় গত ১০ নভেম্বর ৯ টার দিকে আরকে আরপি স্পেশিয়াল রোকেয়া এইচপি হামিদ পরিবহনের নাটোর-ব-১১-০০২৬ এর ড্রাইভার মো: ছানোয়ার ও হেলপার স্টাফসহ যাত্রী নিয়া চাপাইনবাবগঞ্জ হতে মোগড়াপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পরবর্তীতে -১১ নভেম্বর ভোর অনুমান ৫ টার সময় বন্দর মদনপুরস্থ কেওঢালা মেঘাসিটি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপরে পৌছাইয়া যাত্রী নামা পরবর্তীতে যাত্রী নামানো শেষে ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার বাস নিয়া মোগড়াপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হইলে উল্লেখিত আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ বাসে উঠিয়া ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে জিম্মি করিয়া ফেলে দুইশত টাকা, একটি এনড্রয়েড মোবাইল সেট এবং হেলপার বকুল এর ব্যবহৃত একটি  বাটন মোবাইল ফোন,এবং ড্রাইভার এর নিকট থাকা নগদ ৩,৫০০ টাকা জোর পূর্বক ছিনাইয়া নেয়।

পরবর্তীতে বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারগন বাস নিয়া মোগড়াপাড়া কাউন্টারে পৌছাইয়া বিষয়টি ফোন করিয়া কৌশলে পুলিশকে  মৌখিকভাবে জানাইলে পুলিশ গত বুধবার (১২ নভেম্বর)  রাত সোয়া ৯টায় থানার বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে  ড্রাইভার  সানোয়ার মোল্লার শনাক্তমতে আসামী মোঃ আবুল বাশার ওরফে বাদশা (৩৫), মোঃ মাসুদ (২৮) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, দৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লেখিত পরিবহনে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পলাতক অাসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।