ফাইল ছবি
বন্দরে নাশকতাকারী সন্দেহে ৩ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকার আলাউদ্দিন প্রধানের ছেলে মেহেদী হাসান বিজয় (২৭) একই এলাকার আলিম মিয়ার ছেলে আবু বকর (৩৭) ও ১নং মাধবপাশা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে হারুন অর রশীদ হৃদয় (২৮)। আটককৃতদের বুধবার (১২ নভেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, নাশকতাকারি সন্দেহ তাদেরকে আটক করা হয়েছে। পরে যাচাই বাছাই করে আটককৃতদের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

