ফাইল ছবি
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এর নির্দেশে ফতুল্লা থানা পুলিশ এক বিশেষ অভিযানে ৫ (পাঁচ) কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মিজান (৫৫)।
'ক' সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান-এর সরাসরি তত্ত্বাবধানে ফতুল্লা থানার এস আই মোঃ রেহানুল ইসলাম ও এএসআই কালামসহ একটি চৌকস দল গতকাল ১২ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এই অভিযান পরিচালনা করে।
ফতুল্লার দাপা ইদ্রাকপুরে ব্যাংক কলোনীতে অবস্থিত জনৈক ইসারতের বাড়ির ভাড়াটিয়া মিজানকে তাঁর বাসা থেকেই ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ (বৃহস্পতিবার) তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট মাদক সাপ্লাই চেইন এবং অর্থের উৎস ইত্যাদি বিষয়ে গভীর তদন্ত করা হবে এবং এর সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

