ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় জড়িত অন্যতম আসামি কামালকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামি কামাল (৪৫) আড়াইহাজার উপজেলার উচিৎপুরা গ্রামের হারুনের ছেলে।
এর আগে গত ২৯ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজারে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশসহ ১০ জন আহত হয় এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি ভাঙচুর করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

