ফাইল ছবি
বন্দরে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোবারক হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী মোবারক হোসেন বন্দর উপজেলার চিড়াইপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে । ধৃত মাদক ব্যবসায়ীকে উল্লেখিত মাদক মামলায় বুধবার (১৯ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বন্দর থানার লাঙ্গলবন্ধ শুকতারা মাঠে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

