ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাউজিং এবং হীরাঝিল এলাকায় ভূমিকম্প এ ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে যান তিনি।
এসময় ডিসি রায়হান কবির বলেন, এই এলাকাটি বড় এলাকা। আমরা টিম করেছি, খবর পাওয়া মাত্র আমরা যাচ্ছি। কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত তা আমরা দেখছি। দ্রুত আমরা একটা হিসাব পাব। আমাদের তথ্য অনুযায়ী ২০ থেকে ২৫টি ভবনে ফাটল দেখা গেছে। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। আমরা ফাইনাল ফিগারটা তখনই বলতে পারবো যখন সবগুলো ভবন আমরা পর্যবেক্ষণ করবো।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সিদ্ধিরগঞ্জে একটি এবং একটি গার্মেন্টসের সমস্যার ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে৷ বাকিদের কাছ থেকে আমরা তথ্য চেয়েছি, আমরা নিজেরা গিয়েও এই তথ্য কালেক্ট করবো।
এসময় রাজউক, ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

