ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না পেয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী (৩৬)।
শনিবার (২২ নভেম্বর) অভিযোগটি দায়ের করেন বলে জানান তিনি।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন- দেওভোগ তাঁতী পাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে ফরহাদ (৩৬), রায়হান (৩০), রানা (২৫) ও বাধন (৩০)।
ভুক্তভোগী লিখিত অভিযোগে জানান, অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ অযৌক্তিক ভাবে আমাদের কাছে চাঁদা দাবী করে আসছিল। এনিয়ে ইতিপূর্বে অভিযুক্তরা আমাদের ভাড়াটিয়াদের মারধর করেছে। গত ১৫ নভেম্বর অভিযুক্তরা আরও অজ্ঞাত ১২ জনসহ ভাড়াটিয়াদের মারধর করে। এছাড়াও গ্যারেজ মালিক মাহাবুবের কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন তারা।
অভিযুক্ত ফরহাদ দুটি হত্যা মামলার আসামি বলে জানান ভুক্তভোগী।

