বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে পরিত্যাক্ত জাহাজে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩৮, ২৭ নভেম্বর ২০২৫

বন্দরে পরিত্যাক্ত জাহাজে অগ্নিকাণ্ড

পরিত্যাক্ত জাহাজে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে পরিত্যাক্ত জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (২৬ নভেম্বর) রাতে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের উত্তর নোয়াদ্দা ৩ নং ডগ ইয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে ডকইয়ার্ডের পাশে শীতলক্ষ্যা নদীতে নোঙর করে রাখা একটি পরিত্যক্ত জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজটির মালিক রাহান এন্টারপ্রাইজ। 

এসময় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, এলাকাটি মাদকপ্রবণ এলাকা হওয়ায় অনেকে ডকইয়ার্ডে প্রবেশ করে মাদকসেবন করে। মাদকসেবীদের অসতর্কতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহতে কোন ঘটনা ঘটেনি।