শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীর্ষ সন্ত্রাসী লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সৈকত গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৫

শীর্ষ সন্ত্রাসী লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সৈকত গ্রেপ্তার 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে অভিযানে মুন্সিগঞ্জের গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সৈকতকে দুইটি আগেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক।

গ্রেপ্তারকৃত আসামি সৈকত (৩০) গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৬ নভেম্বর রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয় জহিরুল ইসলাম জয় (২৬) নামে যুবককে। তাছাড়া গুয়াগাছিয়া পুলিশ ফাঁড়িতে হামলা, মান্নান নামক এক ব্যক্তিকে গুলি করে হত্যা সহ বিভিন্ন অপরাধ কর্মকন্ডের সাথে জড়িত ছিল এই শীর্ষ সন্ত্রাসী সৈকত। গ্রেফতারকৃত আসামি উপরোক্ত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।