সাইকেল র্যালী
নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহানগর ইসলামী ছাত্রশিবিরে উদ্যোগে এই র্যালীর আয়োজন করা হয়।
র্যালীটি শহরের মিশনপাড়া এলাকা থেকে শুরু করে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি হয়ে শহরের হাজীগঞ্জ এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আসাদুজ্জামান রাকিব, মহানগর সেক্রেটারী অমিত হাসান, অফিস সম্পাদক আমজাদ হেসেন রাজু, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আল হেলাল, প্রকাশনা সম্পাদক ওবায়দুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে মহানগর ছাত্রশিবির সভাপতি হাফেজ মোহাম্মদ ইসমাইল বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। বিজয় লাভের মহান উদ্দেশ্য ছিলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, দেশের মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা সমতা প্রতিষ্ঠা করা। তারই ধারাবাহিকতায় ৫৪ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়নি। এখনও আমাদের সংগ্রাম করতে হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করছি স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষিত হবে। ভিনদেশী কেউ কথা বলতে পারবে না। আমরা বিন্দুমাত্র আপোষ করবো না। সকলের মধ্যে সমতা প্রতিষ্ঠা হবে।

