শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২১, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:২২, ১৮ ডিসেম্বর ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের মৌচাক এলাকায় কোরেশ বাংলাদেশ লিমিটেড নামক একটি গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। 

বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করে শ্রমিকরা। এ সময় শ্রমিকরা দুপুর ১টা ১০ মিনিট থেকে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে দুপুর ১টা ৪৫ মিনিটের সময় রাস্তা থেকে সরিয়ে দেন। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, শ্রমিকদেরকে বুঝিয়ে আমরা রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। সমাধানের জন্য গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।