শ্রদ্ধা নিবেদন
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবসে ৭১ এর বীর শহীদ সহ মুক্তি সংগ্রামের সকল বীর শহীদদের স্মরনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা বিজয় র্যালি ও শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা শাখার শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সরকারি তোলারাম কলেজ শাখা এবং নারায়ণগঞ্জ কলেজ শাখার নিজ নিজ ক্যাম্পাসে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রেসিডেন্ট রোডস্থ জেলা কার্যালয় থেকে বিজয় র্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধসহ মুক্তি সংগ্রামের সকল শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা সভাপতি সাইদুর রহমান বলেন,“মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আজকের বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে থাকবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—সেই বাংলাদেশই ছিল মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। দুঃখজনকভাবে স্বাধীনতার এত বছর পরও জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি; বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনার রাজনীতি এখনও বহাল রয়েছে।
আমরা বিশ্বাস করি, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণআকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট রাজনৈতিক দিকনির্দেশনা প্রয়োজন। সেই দিকনির্দেশনার অংশ হিসেবেই ‘জুলাই সনদ’ সময়োপযোগী ও অপরিহার্য দলিল। সাম্যভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে জুলাই সনদকে ‘হ্যাঁ’ বলার কোনো বিকল্প নেই।
এই বিজয় দিবসে আমরা নতুন করে শপথ গ্রহণ করছি—মুক্তিযুদ্ধের চেতনা, গণঅভ্যুত্থানের স্পৃহা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করবো। বৈষম্যহীন, শোষণমুক্ত ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন আগামীতেও রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”
বিজয় র্যালি ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান, সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, কার্যকরী সদস্য রাইসা ইসলাম ও সিয়াম সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার ও সংগঠক সুরোভি, তোলারাম কলেজ শাখার প্রতিনিধি আমির ফয়সালসহ বিভিন্ন অঞ্চল ও শাখার ছাত্রনেতা-কর্মীবৃন্দ।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

