বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৯, ৬ জানুয়ারি ২০২৬

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ রাসেল বেপারী (৪০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী ।

সোমবার ভোররাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত রাসেল বেপারী রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মহিউদ্দিনের ছেলে ।

যৌথ বাহিনীর অভিযানের সময় তার হেফাজত থেকে ৩টি ওয়ান শুটার গান, ১৮৫ গ্রাম ব্রাউন সুগার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব অস্ত্র ও মাদক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, এলাকায় সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।