ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল, রাইফেল, গুলি, চাপাতি, মাদকদ্রব্য ও নগদ টাকাসহ ছয়জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্নগোপ এলাকার ইসমাইল ভূঁইয়া ও আবু সাইদের বসতবাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছয়জনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. ফাহিম ভূঁইয়া (৩৫), নূরে মোহাম্মদ (১৮), খোকন মিয়া (৫৫), নাহিদ (১৮), মো. জোবায়ের (২৪) এবং এসএম তৌহিদুজ্জামান (২১)। তারা সবাই রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের পাঁচ রাউন্ড গুলি, একটি কাটা রাইফেল, রাইফেলের দুই রাউন্ড গুলি, দুটি চাপাতি, ৩৬০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ২১ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

