প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ জেলার বন্দরে তাওহীদ (২৬) নামে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারী) বিকেলে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদস্থ কাঁশবন থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত তাওহিদ আমিরাবাদ এলাকার মামুন মিয়ার ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী কাঁশবনে মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করেন। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পুলিশি তদন্ত অব্যাহত আছে।

