সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে গণভোটের পক্ষে প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১২, ১২ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে গণভোটের পক্ষে প্রচারণা

গণভোটের পক্ষে উঠান বৈঠক

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে গণভোটের পক্ষে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, ৬২ নং পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এবং মুড়াপাড়া বাজারে এই উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

উঠান বৈঠকে গণভোট সম্পর্কে ভোটারদের সার্বিক ধারনা দেয়া হয়। এসময় ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে গণভোটের বিষয়ে ভোটারদের সাথে আলাপ আলোচনা করা হয়। 

এসময় নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মো: কামরুজ্জামান ও তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা আক্তারের নেতৃত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো: লিটন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা পারভীন, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সচিব সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।