বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:০১, ২ ডিসেম্বর ২০২২

আপডেট: ০৬:০২, ২ ডিসেম্বর ২০২২

বন্দরে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক চাপায় ও ক্রেনের তাঁর ছিঁড়ে লোহার প্লেট পড়ে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মদনগঞ্জ এলাকায় কর্ণফুলি ডকইয়ার্ডে ও বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে একরামপুর ইস্পাহানি  এলাকায় আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে এ পৃথক দুটি দূর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- ডকইয়ার্ড শ্রমিক ইমরান হোসেন(২০), ট্রাক চালক জাহাঙ্গীর পাটুয়ারী(৩৪)।

সূত্রে জানা গেছে, উপজেলা মদনগঞ্জ এলাকায় অবস্থিত কর্ণফুলি ডকইয়ার্ডে মো. ইমরান হোসেন ক্রেন দিয়ে লোহার প্লেট অন্যত্রে সরিয়ে নিচ্ছেন। এসময় ক্রেনের তাঁর ছিঁড়ে লোহার প্লেট ওপরে পড়ে ঘটনাস্থলেই ইমরান মারা যায়। এদিকে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে একরামপুর ইস্পাহানি এলাকার আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে এক ট্রাকের মালামল লোড করছিল। এসময় ওই ট্রাকের পেছনে চাপা পড়ে ঘটনাস্থলে অপর ট্রাক চালক জাহাঙ্গীর পাটুয়ারীর মৃত্যু হয়েছে।

নিহত ডকইয়ার্ড শ্রমিক ইমরান হোসেন, কুমিল্লা দাউদকান্দি এলাকার বাসিন্দা। নিহত ট্রাক চালক জাহাঙ্গীর পাটুয়ারী ফরিদপুর জেলার বাসিন্দা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে ট্রাক চাপায় নিহত অপর ট্রাক চালক জাহাঙ্গীরের উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়। ডকইয়ার্ড শ্রমিক শ্রমিক ইমরানের লাশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ পাঠিয়ে দেন কর্তৃপক্ষ।