মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে আবারও স্বামী সন্তান রেখে গৃহবধূ মিনারা পলায়ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৯, ১৯ মার্চ ২০২৩

বন্দরে আবারও স্বামী সন্তান রেখে গৃহবধূ মিনারা পলায়ন

ফাইল ছবি

বন্দরে গৃহবধূ পলায়নের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। গত ১ সপ্তাহে বন্দরে বিভিন্ন এলাকায় কমপক্ষে ৫ গৃহবধূ স্বামী সাজানো সংসার এমন কি ছেলে মেয়েদের মায়া কান্না ত্যাগ করে পরকিয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পালিয়ে গেছে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার (১৭ র্মাচ) সকাল ৬টায় বন্দর থানার শাহী মসজিদস্থ বউ বাজার এলাকার মনিরা আক্তার (২২) নামে আরো এক গৃহবধূ স্বামী ও সন্তানদের মায়া মমতা ত্যাগ করে  মাছ বিক্রি ও বাজার সমিতির টাকা নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।  এ ঘটনায় ভূক্তভোগী মাছ ব্যবসায়ী পারভেজ বাদী হয়ে পালিয়ে যাওয়ার ঘটনার ২ দিন অতিবাহিত হওয়ার পর রোববার (১৯ র্মাচ) দুপুরে বন্দর থানায় স্ত্রী ও শ^শুড়ী বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর শাহী মসজিদস্থ বউ বাজার এলাকার শামছুল আলম মিয়ার ছেলে পারভেজ সাথে একই এলাকার গিয়াস উদ্দিন মিয়ার মেয়ে মনিরা আক্তারের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে । প্রায় সময় সংসারের বিভিন্ন বিষয় নিয়ে ২ সন্তানের জননী মনিরা আক্তার তার স্বামী পারভেজজের সাথে খারাপ আচরণ করে আসছিল। এর ধারাবাহিকতায় গত শুক্রবার ( ১৭ র্মাচ) সকালে পারভেজ ব্যবসার কাজে বাসা থেকে বের হলে ওই সুযোগে তার স্ত্রী মনিরা আক্তার বাজার সমিতি নগদ ২২ হাজার টাকা ও মাছ বিক্রির নগদ ২০ হাজার টাকা নিয়ে বাড়ি কাউকে না জানিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। পরে ভূক্তভোগী পারভেজ বিষয়টি তার শ^াশুড়ী মনোয়ারা বেগম জানালে সে উল্টা জামাতা পারভেজ দোষারোপ করে মারধর করার চেষ্টাসহ প্রান নাশের হুমকি দেয়।