
ফাইল ছবি
নারায়গঞ্জের বন্দরে আপন মামা কর্তৃক ভাগ্নীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ধর্ষক মামা শামীম ওরফে আউয়ালকে মুন্সিগঞ্জ সদর থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত শামীম ওরফে আউয়াল (২৫) মুন্সিগঞ্জ জেলার সদর থানার গাসী পুকুর পাড় গ্রামের মোঃ রহমান শেখের ছেলে।
মঙ্গলবার (৩০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামগড় পুলিশ ফাড়ির ইনচার্জ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে বন্দর থানার উপ-পরিদর্শক মেরাজুল ইসলাম সোহাগসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্সিগঞ্জের সদর থানা থেকে ধর্ষক শামীম প্রকাস আউয়ালকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ঘটনায় কন্যা শিশুর বাবা বাদী হয়ে গ্রেপ্তারকৃত শামীম প্রকাস আউয়ালকে অভিযুক্ত করে বুধবার (৩১ মে) বন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আসামির বিরুদ্ধে বন্দর থানায় ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।