সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ইয়াবাসহ মাদক সম্রাট আরমান গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৪, ৩ মার্চ ২০২৪

আপডেট: ২১:৫৫, ৩ মার্চ ২০২৪

বন্দরে ইয়াবাসহ মাদক সম্রাট আরমান গ্রেপ্তার

ফাইল ছবি

বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আরমান (২৫) নামে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী আরমান বন্দর উপজেলার তিনগাও এলাকার মৃত আলম ওরফে শাহ আলম মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে উল্লেখিত মাদক মামলায় রোববার (৩ মার্চ) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। 

এর আগে গত শনিবার (২ মার্চ) দুপুর সোয়া ২টায় বন্দর উপজেলার তিনগাও এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  ইয়াবা ট্যানলেট উদ্ধারের ঘটনায়  এসআই সাহিদুল ইসলাম বাদী হয়ে গত শনিবার বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৫(৩)২৪। 

থানা পুলিশ জানিয়েছে,  গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আরমান দীর্ঘদিন ধরে বন্দরে  তিনগাও এলাকায় অবাধে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।