
দোআ মাহফিল
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আড়াইহাজারে হেফাজতের দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই ২০২৫ইং, মঙ্গলবার বিকাল তিনটায় আড়াইহাজার উপজেলা অডিটোরিয়ামে উক্ত দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
আড়াইহাজার উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোআ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী, সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, মাওলানা আলী আহমদ, মহানগর খতমে নবুওয়তের আহবায়ক মাওলানা মামুনুর রশীদ, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা বদরুল আলম সিলেটী, সাংগঠনিক সম্পাদক মুফতী আবু বকর সিদ্দিক কাসেমী, অর্থ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, মুফতী ইকবাল কবীর ফারুকী, মাওলানা মুয়াজ আহমদ, মাওলানা গিয়াসউদ্দিন, প্রমুখ।