বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বনায়ন কর্মসূচির উদ্বোধন স্থগিত করল পরিবেশ মন্ত্রণালয়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৭, ৯ জুলাই ২০২৫

বনায়ন কর্মসূচির উদ্বোধন স্থগিত করল পরিবেশ মন্ত্রণালয়

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন অধিদপ্তর ও সড়ক ও জনপথ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত বনায়ন (জিরো সয়েল) কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আজ বুধবার সকাল ৯টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এই কার্যক্রম উদ্বোধন করার কথা ছিল।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান স্থগিতের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং জানানো হয়েছে, অনুষ্ঠানের স্থগিতাদেশের কারণে কর্মসূচির মিডিয়া কভারেজের আমন্ত্রণ প্রত্যাহার করা হলো।