
ফাইল ছবি
বন্দরে আরমান আহমেদ রোটর স্পিলিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তের মধ্য আগুন চারদিকে ছড়িয়ে পরলে স্পিলিং মিলের তুলা ও মেশিনারিসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সোয়া ১১টায় বন্দর থানার পৃর্ব লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিস গণমাধ্যমকে জানিয়েছে, এলাকাবাসী মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে উ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে । এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।