শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর স্টিল মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৩, ৮ আগস্ট ২০২৫

বন্দর স্টিল মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

বন্দরে ৯ মাসের বকেয়া বেতন ও দুই  ঈদ বোনাস পরিশোধের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ ও  বিক্ষোভ মিছিল করেছে বন্দর স্টিল মিলের বিক্ষুদ্ধ শ্রমিকরা।  

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় এ কর্মসুচী পালন করেছে শ্রমিকরা। এতে মহাসড়কের  দুই পাশ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেয়। ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর বিকেল ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, নাসিক ২৭ নং ওয়ার্ড মুরাদপুর এলাকায় অবস্থিত বন্দর স্টীল মিলের প্রায় দুই শতাধিক শ্রমিকদের  ৯ মাসের বেতন এবং ২টি ঈদ বোনাস আটকে দেয় মিল কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা পরিবারের লোকজন  নিয়ে মানবেতর জীবন যাপন করছে অভিযোগ। বারবার  মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা কয়েকবার আশ্বাস দিলেও বকেয়া বেতন ও বোনাস আজ পর্যন্ত পরিশোধ করছে না।

বন্দর স্টিল মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মিলের মূল গেইট বন্ধ রাখায়  দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।