শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে রাজমিস্ত্রি হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:১০, ২ অক্টোবর ২০২৩

রূপগঞ্জে রাজমিস্ত্রি হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজমিস্ত্রি সুমন হত্যা মামলার দুই পলাতক আসামিকে ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

সোমবার (২ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু। এর আগে রোববার (১ অক্টোবর) ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজারের আশ্রাফাবাদ রোড এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।  

প্রথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, গ্রেপ্তার দুই আসামি সুমন হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসা,ই। গত ১৮ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে নিহত রূপগঞ্জের বরাব রসূলপুরের মৃত কালু মিয়ার ছেলে রাজমিস্ত্রী সুমনকে (৩৫) বাড়ি থেকে ডেকে পলাশের কয়েল ফ্যাক্টরীর পিছনে মন্টুর বাড়ির সামনে নিয়ে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর আহত করলে, ভিকটিম বাঁচার জন্য কোপ খেয়ে আহত অবস্থায় দৌড়ে পলাশের কয়েল ফ্যাক্টরীর সামনে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে ভিকটিম সুমন এর মৃতদেহ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল নারায়নগঞ্জ এর মর্গে প্রেরন করা হয়। এই ঘটনায় নিহত সুমনের মা নার্গিস বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচরের রঙ্গু ব্যাপারীর ছেলে মোঃ আরমান (৩৫) ও জালাল উদ্দিনের ছেলে সেতুল (২৯)।

তাদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।