শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় রপ্তানীমুখী কারখানায় নাশকতার চেষ্টা, শ্রমিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৪, ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:৫৩, ১০ নভেম্বর ২০২৪

ফতুল্লায় রপ্তানীমুখী কারখানায় নাশকতার চেষ্টা, শ্রমিক আটক

শ্রমিক আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় নাশকতার চেষ্টার সময় প্রসেনজিৎ চৌধুরী(২৮) নামে কারখানাটির এক শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে কারখানা কর্তৃপক্ষ। 

রোববার (১০ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার দুপুরে ফতুল্লার কাঠেরপুল আবির ফ্যাশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

কারখানার সহ-ব্যবস্থাপক মইনুল ইসলাম জানায়, কারখানার নিটিং অপারেটর প্রসেনজিৎ চৌধুরী বেশ কয়েকদিন ধরে ঠিকভাবে দায়িত্ব পালন করছিল না। কারখানার শ্রমিক, সুপারভাইজারদের সাথে বিবাদে জড়িয়ে পড়তো। এ নিয়ে তাকে সাবধান করা হলেও তিনি করো কথার তোয়াক্কা করতেন না। শনিবার দুপুরে খাবার বিরতির সময় দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তীতে আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষন করে প্রসেনজিৎ চৌধুরীর ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করার পর শনিবার রাতে আটক শ্রমিককে ফতুল্লা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

তিনি আরও জানায়, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়।