শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে কাঠের ট্রাকে ১৬ হাজার ৫ শত পিছ ইয়াবার চালান আটকে দিল পুলিশ গ্রেফতার-১ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩

সোনারগাঁয়ে কাঠের ট্রাকে ১৬ হাজার ৫ শত পিছ ইয়াবার চালান আটকে দিল পুলিশ গ্রেফতার-১ 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় মঙ্গলবার বেলা ২ টায় পুলিশের চেক পয়েন্টে কাঠ ভর্তি মালবাহী ট্রাকে ইয়াবার চালান আটকে দিল পুলিশ।

এ সময় তল্লাশি চালিয়ে কাঠের নিচ থেকে ১৬ হাজার ৫ শত পিছ ইয়াবা উদ্ধার করে কামাল হোসেন (৩৫) নামে মাদকচক্রের এক সদস্যকে পুলিশ গ্রেফতার করা হয়। 

সোনারগাঁ থানা পুলিশের এস আই আলমগীর বলেন , উপজেলার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশ চেক পয়েন্টে আমার কিলো সেভোন ডিউটি রত অবস্থায় সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। মঙ্গলবার বেলা ২ টার দিকে মালবাহী ঢাকা মেট্রো-ট (১৬-৯১৪৫) একটি ট্রাক  অভিনব কায়দায় কাঠ বোঝাই করে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আমাদের চেক পয়েন্ট দ্রুত অতিক্রম করার চেষ্টা করে। আমাদের সন্দেহ হলে ইয়াবা বহনকারী মাল ভর্তি ট্রাকটি সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি চালাই। এ সময় কাঠের নিচ থেকে ১৬ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রামপালং গ্রামের মোজাহার মিয়ার ছেলে কামাল হোসেনকে গ্রেফতার করি।