শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে অন্ডকোষে আঘাত করে স্বামীকে হত্যার অভিযোগ, দুই স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫২, ২২ সেপ্টেম্বর ২০২৩

সোনারগাঁয়ে অন্ডকোষে আঘাত করে স্বামীকে হত্যার অভিযোগ, দুই স্ত্রী আটক

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অন্ডকোষে আঘাত করে শাহজাহান নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তার দুই স্ত্রী রোজিনা বেগম ও রহিমা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। নিহত শাহজাহান কুমিল্লার শাহরাস্থি এলাকার মৃত শহীদ ভান্ডারীর ছেলে। তিনি বর্তমানে কাচঁপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর ভাড়াটিয়া। এ ঘটনায় শুক্রবার রাতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

নিহতের স্বজনরা জানান, শাহজাহান দ্বিতীয় বিয়ে করে কাচঁপুর এলাকায় রহিমা বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। কাঁচপুরের বাসায় শাহজাহানের প্রথম স্ত্রী রোজিনা বেগম প্রায় যাতায়ত করতো। গতকাল শুক্রবার দুপুরে প্রথম স্ত্রী রোজিনা বেগম বাসায় এসে শাহজাহানের সঙ্গে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন।  ছোট স্ত্রী রহিমা বেগম এ খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে বাসায় এসে তার স্বামীর সঙ্গে কথাকাটাকাটি  এক পর্যায়ে হাতাহাতি শুরু করে। বড় স্ত্রী রোজিনা বেগম তাদের ঝগড়া থামাতে না পেয়ে বাড়ির মালিককে ডেকে আনার জন্য বাহিরে যান। পরে ঘরে এসে শাহজাহানের লাশ পড়ে থাকতে দেখে। বড় স্ত্রী রোজিনার দাবি তার স্বামীকে দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম অন্ডকোষে আঘাত করে হত্যা করেছে। পরে তাকে কাঁচপুরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় দুই স্ত্রী রোজিনা ও রহিমা বেগমকে আটক করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের স্বজনদের অভিযোগের

প্রেক্ষিতে দুই স্ত্রীকে আটক করা হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখন নিশ্চিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।