শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

টুঙ্গিপাড়া মাজার জিয়ারতের খবর অসত্য : রোজেল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৪৭, ১৯ জুলাই ২০২২

টুঙ্গিপাড়া মাজার জিয়ারতের খবর অসত্য : রোজেল

ফাইল ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের ঘটনাকে অসত্য বলে দাবী করেছেন ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল। 

সোমবার (১৮ জুলাই) এক বার্তায় একথা জানান রোজেল নিজেই।

রোজেল বলেন, গত ১৭ জুলাই রোববার নারায়ণগঞ্জ এর কিছু স্থানীয় প্রিন্ট ও অনলাইন মিডিয়া আমাকে নিয়ে টুঙ্গিপাড়া মাজারে গিয়েছি এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে যা সম্পূর্ণ অসত্য ও অবাস্তব। এগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী। মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শ আমার বুকে লালন করি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ-নায়ক তারেক রহমান এর নেতৃত্বর উপর আস্থা রেখে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদের সাথে আছি থাকবো। আমার অনুরোধ এই সব গুজব ও মিথ্যায় বিভ্রান্ত হবেন না।