
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, প্রধানমন্ত্রীর সার্টিফিকেটে লেখা তিনি এসএসসি পাশ করেছেন ১৯৬৫ সালে আর ডিগ্রি পাশ করেছেন ১৯৭৩ সালে। ছয় বছরে কেন তিনি ডিগ্রি পাশ করেছেন এই কথাটা যেন তিনি জাতিকে বলেন সেই আহ্বান জানাচ্ছি।
শনিবার (১৮ মার্চ) বিকেলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের খানপুর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের সবাই জানে কিছুদিন আগে এই অবৈধ প্রধানমন্ত্রী আমার দলের প্রতিষ্ঠাতা সম্পর্কে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। বাংলাদেশে যাদের অক্ষরজ্ঞান আছে তারা সবাই জানে মেজর হতে হলে কী শিক্ষাগত যোগ্যতা লাগে। কিন্তু এই মূর্খ প্রধানমন্ত্রী তা জানেনা।