
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল মনে করে, কখনো কোন সুস্থ মানুষ দেশের একজন সিনিয়র নারী সিটিজেন যিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করতে পারেনা। আর তাই জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীরকে অসুস্থ দাবি করে তার চিকিৎসা প্রয়োজন বলে মনে করেন সংগঠনটি।
মঙ্গলবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষে এ কথা জানান সংগঠনটির জেলার সভাপতি আনোয়ার সাদাত সায়েম।
তিনি বলেন, একজন মানুষ কখনোই এ ধরনের মন্তব্য করতে পারেন না যদি তিনি সুস্থ মস্তিষ্কে থাকেন। আমরা মনে করি তিনি অসুস্থ এবং তার অবিলম্বে চিকিৎসা প্রয়োজন। আর এ ধরনের মন্তব্য করে তিনি মহান মুক্তিযুদ্ধকে অসম্মান করেছেন। অবিলম্বে এ মন্তব্যের জন্য তাকে দেশ ও জাতির কাছে ক্ষমা চাইতে হবে।