শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১৫ বছর ঘুমাতে পারি নাই, অশান্তির চেষ্টা করবেন না : আইভীকে রেজা রিপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫১, ১৫ আগস্ট ২০২৪

১৫ বছর ঘুমাতে পারি নাই, অশান্তির চেষ্টা করবেন না : আইভীকে রেজা রিপন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, ১৫ বছরের দুঃশাসনের পরে মনে করেছিলাম শান্তিতে ঘুমাবো। আর এই অশান্তি বেগমের জ্বালায় কালকে রাতেও ঘুমাতে পারি নাই। সারারাত আমার ছাত্রদল যুবদলের ভাইদের নিয়ে রাস্তায় মন্দির মন্দির পাহারা দিতে হয়েছে। কেন? অশান্তি বেগম আদেশ দিয়েছে কিছু অশান্তি করার জন্য। অশান্তি বেগমের অশান্তি করার লোকজন তো নাই, যেগুলো আছে সেগুলো চুরি ছিনতাই ডাকাতি করে। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচীতে অংশ নিয়ে একথা বলেন তিনি। এর আগে মহানগর বিএনপির পক্ষ থেকে নৈরাজ্য বিরোধী বিশাল মিছিল শহর প্রদক্ষিন করে।

রেজা রিপন বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখি। আমাদের নেতাকর্মীদের ধন্যবাদ তাদের সতর্ক অবস্থানের কারণে কোথাও কোন অশান্তি হতে পারে নাই। 

তিনি আইভীকে বলেন, নারায়ণগঞ্জে অশান্তি বেগমের এক প্রেতাত্মা আছে মেয়র আইভী, সকালে ৫/৬ জন নিয়া নাকি হাজির হয়েছিল। কোন এক সময় আমাদের দয়ায় সে মেয়র হয়েছিল। এই শামীম ওসমান আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছিল, এরপর আমাদের নেত্রীর হাতে পায়ে ধরেছিল। সেসময় আমরা কিন্তু দয়া করেছিলাম, আপনি কিন্তু এখনো আমাদের দয়ায় নারায়ণগঞ্জে সুন্দরভাবে নির্ভয়ে বসবাস করেন। কিছু বলি নাই, আমরা কিন্তু ঘুমাতে পারি নাই ১৫ বছর। আপনি শান্তিতে আছেন, কোন রকম অশান্তি করার চেষ্টা করবেন না। 

আইভীর পদত্যাগ দাবি করে তিনি বলেন, আমরা অবিলম্বে এই অশান্তি বেগমের প্রেতাত্মার পদত্যাগ চাই। দ্রুত তাকে অপসারণ করে জনগনের একজন প্রতিনিধিকে এখানে নির্বাচিত করতে আমি মহানগর বিএনপির মাধ্যমে সরকারকে অনুরোধ করছি। যত কিছুই বলেন, তারা কিন্তু থেমে থাকবেনা। কতদিন মানুষ না ঘুমিয়ে পাহাড়া দিতে পারে, আমি সবাইকে ধন্যবাদ জানাই।