
ফাইল ছবি
নারায়ণগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫৩ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ৩২১ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান।
নারায়ণগঞ্জ জেলার মধ্যে সদর উপজেলা এইচএসসি পরীক্ষার পাশের হার ৬২ দশমিক ২৭ শতাংশ, আলিম ৮৭ দশমিক ৯৩ শতাংশ, ভোকেশনাল ৭৮ দশমিক ৯৭ শতাংশ।
নারায়ণগঞ্জ জেলার মধ্যে বন্দর উপজেলা এইচএসসি পরীক্ষার পাশের হার ৩৬ দশমিক ৫৬ শতাংশ, আলিম ৫৪ দশমিক ৯৫ শতাংশ, ভোকেশনাল ৫০ শতাংশ।
নারায়ণগঞ্জ জেলার মধ্যে সোনারগাঁ উপজেলা এইচএসসি পরীক্ষার পাশের হার ৩৫ দশমিক ০৪ শতাংশ, আলিম ৫৯ দশমিক ৩৪ শতাংশ, ভোকেশনাল ৯৬ দশমিক ৫৫ শতাংশ।
নারায়ণগঞ্জ জেলার মধ্যে আড়াইহাজার উপজেলা এইচএসসি পরীক্ষার পাশের হার ৪৫ দশমিক ১৩ শতাংশ, আলিম ৯১ দশমিক ৪৫ শতাংশ, ভোকেশনাল ৬২ দশমিক ১৬ শতাংশ।
নারায়ণগঞ্জ জেলার মধ্যে রুপগঞ্জ উপজেলা এইচএসসি পরীক্ষার পাশের হার ৪৩ দশমিক ৫১ শতাংশ, আলিম ৮৭ দশমিক ৮৫ শতাংশ, ভোকেশনাল ৪২ দশমিক ৬৭ শতাংশ।
নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান জানান, এ বছর পাশের হার কম। নারায়ণগঞ্জ জেলায় এবছর এইচএসসি পরীক্ষায় ২৩ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৫৩ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলায় এইচএসসি পরীক্ষায় ৫২ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। দাখিল পরীক্ষায় ৮০ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাশের হার ৬৪ শতাংশ।