
ফাইল ছবি
বন্দরে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী বন্দর থানার চৌরাপাড়া এলাকার মৃত ফকির চাঁন মিয়ার ছেলে। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালিব ভূঁইয়া বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৯(১০)২৫। গ্রেপ্তারকৃতকে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরন করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর থানার দক্ষিণ লক্ষনখোলাস্থ জনৈক সৈয়দ বাড়ীর পারিবারিক কবরস্থান সংলগ্ন পাঁকা রাস্তার উপরে মাদক বিক্রি করার সময় ওই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করে।