বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে চুরি অপবাদ দিয়ে শিশু নির্যাতন, থানায় অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৮, ১৫ অক্টোবর ২০২৫

বন্দরে চুরি অপবাদ দিয়ে শিশু নির্যাতন, থানায় অভিযোগ

ফাইল ছবি

বন্দরে চুরির অপবাদ দিয়ে ১১ বছরের এক শিশুকে  আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বন্দর থানার  রুপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী শিশুর মা লাভলী বেগম বাদী হয়ে  ঘটনার ওই দিন রাতে নির্যাতনকারি প্রতিবেশী রাকিব ও তার স্ত্রী রিয়া বেগমকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, অভিযোগ বাদিনী দীর্ঘ দিন ধরে রুপালী আবাসিক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। বাদিনী রুপালী এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করে আসছিল। ওই সুযোগে প্রতিবেশী রাকিব ও তার স্ত্রী রিয়া বেগম দোকান থেকে কিছু জিনিস আনার কথা বলে শিশু লামিয়াকে ডেকে তার ঘরে  নিয়ে যায়।
কিছুক্ষণ পর রাকিব ও তার স্ত্রী রিয়া বেগম রিয়া গৃহ পরিচারিকা লাভলী বেগমের বাসায় এসে জানায়  লামিয়া নাকি তাদের বাসা থেকে টাকা চুরি করেছে। এ অভিযোগে অবুঝ শিশু লামিয়াকে তার নিজ ঘর থেকে জোরপূর্বক তুলে নিজেদের বাসায় নিয়ে ৩/৪ ঘন্টা আটক রেখে অমানবিক  ভাবে  নির্যাতন চালায়। পরে গৃহপরিচারিকা লাভলী  বেগম স্থানীয়দের সহায়তায় মেয়েকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতালে নিয়ে যান।