শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভাগিনা রশুর স্মরণে মামা তৈমূর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৯, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ২৩:০৪, ৫ নভেম্বর ২০২৪

ভাগিনা রশুর স্মরণে মামা তৈমূর

দোয়া ও মিলাদ মাহফিল

প্রয়াত ভাগিনা রশু’র স্মৃতিচারণে আবেগপ্লুত হয়ে পড়েন মামা ডক্টর তৈমূর আলম খন্দকার। এ সময় তিনি বলেন, আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে বেশি কথা হত রশু’র সাথে। ওরে সকাল টাইমে ফোন দিলে বলত- মামা ওমুক মামলা কোর্টে বারিন্দায় দাড়িয়ে আছি। আবার অনেক সময়ে আমাকে ফোন করে নারায়ণগঞ্জ কোর্টে থাকার জন্য বলত। রাজনীতির কারণে ওর বিরুদ্ধে প্রায় ৪০টি মামলা হয়েছে। মনে হয়, মাসের ত্রিশ দিনের মধ্যে বিশ দিনই আদালতে হাজিরা দিত রশু। ছাত্র রাজনীতি কারণে এই মাসদাইরে মাদকবিরোধী আন্দোলনের এক অগ্রগামী সৈনিক ছিল। সে মাদকের বিরুদ্ধে এই সংসদের মাধ্যমে অনেক দূর এগিয়েছিল। তার অনেক কাজ সম্পন্ন হলেও মাদক নির্মূলের কাজ সম্পন্ন হয়নি। আপনারা তার এ অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এগিয়ে আসুন। রশু’র এই সমাজ কল্যাণ প্রভাতী সংসদ মাসদাইর নারায়ণগঞ্জ সংগঠনের সেক্রেটারী হওয়ার পিছনে সর্বদলীয় নেতাদের সমর্থন ছিলো।

সমাজ কল্যাণ প্রভাতী সংসদ মাসদাইর নারায়ণগঞ্জ সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব রশিদুর রহমান রুশোর ৪৬ তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে সমাজ কল্যাণ প্রভাতী সংসদের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সাধু সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রশিদুর রহমান রুশোর মামা রাজনীতিবিদ ডক্টর তৈমূর আলম খন্দকার। সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিলে রশিদুর রহমান রুশোর জন্য মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।