
রাজীবকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, সর্বপ্রথম আমাদের নিজেদের গণতান্ত্রিক হতে হবে। গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হওয়ার আগে আমরা দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আগামী দিনের সবগুলো কমিটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতাকর্মীদের ভোটে নেতা নির্বাচিত হবে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা জানাতে আসেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সাবেক ছাত্রদল নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যারা দলের জন্য কাজ করেছেন আপনাদের দল অবশ্যই মূল্যায়ন করবে। কেউ আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না। আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার কাঙ্খিত লক্ষ্যে আমরা এখনও পৌঁছাতে পারিনি।
অনেকে আমার সাথে রাজনীতি করেছেন সেই ছাত্রদল থেকে। আমার আজকের এই অবস্থানে আসার পেছনে আপনাদের অবদান সবচেয়ে বেশি। অনেকের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে বা ব্যাক্তি পছন্দ থাকতে পারে৷ তবে আমাদের কাছে সব নেতা সমান। সকলকে সমহারে সম্মান দিতে চাই। তুচ্ছ ঘটনা নিয়ে শত্রুতা আমাদের পরিহার করতে হবে।
আমাদের সবচেয়ে বেশি জরুরি ইস্পাত কঠিন ঐক্য। আপনারা অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। প্রতিটি নেতাকর্মী কত শত মামলা খেয়েছে। দিনের পর দিন পরিবারকে ফেলে দূরে থাকতে হয়েছে। স্বৈরাচার পতনের পেছনে আপনাদের অনেক অবদান।
তিনি আরো বলেন, বাংলাদেশকে পৃথিবীর বুকে আধুনিক রাষ্ট্রে রুপান্তরিত করতে দেশনায়ক তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচির সফলতা আপনার আমার ওপর নির্ভর করবে। আপনাকে আমাকে দেখে মানুষ ভাববে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেমন। তবে অনেক সময় কিছু সুযোগসন্ধানী লোক আমাদের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। আমাদের এদিকে সতর্ক থাকতে হবে।