শনিবার, ১৭ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাজী মনিরকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মাহবুব 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৪, ১৭ মে ২০২৫

কাজী মনিরকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মাহবুব 

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান বলেছেন, কাজী মনিরকে নির্বাচিত করতে আমাদের সকল ভুল ভ্রান্তি দূর করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারাব ইউনিয়ন স্বতস্ফুর্ত ভাবে গর্জে উঠলে বাকি নয়টি ইউনিয়নও গর্জে উঠবে। আগামী নির্বাচনে কাজী মনির সাহেব ধানের শীষ প্রতীক নিয়ে কাজী মনির সাহেব নির্বাচিত হবেন। দেশের সবচেয়ে ভাল মন্ত্রণালয়টি কাজী মনির পাবেন।

শনিবার (১৭ মে) রূপগঞ্জের তারাব পৌরসভায় বিএনপির ৩১ দফা দাবীতে আয়েজিত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, এই ৩১ দফা হল বাংলাদেশের মুক্তির সনদ। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সমস্ত অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। মানুষের জীবন যাপনে যত উপাদান রয়েছে সব বাস্তবায়ন হবে যদি ৩১ দফা বাস্তবায়ন হয়।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার জন্য দল কাজী মনিরকে নির্দেশনা দিয়েছে। বিজিএমইএর নির্বাচনে যেন বিএনপি নেতারা নির্বাচিত হতে পারেন। বিএনপির হাইকমান্ড থেকে তাকে সেই দায়িত্ব দেয়া হয়েছে। তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দেশের অর্থনীতির জন্য। এমন একজন অভিভাবককে আমরা হাতছাড়া করতে চাই না৷ এর জন্য আপনাদের সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে।